দেশবরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুর পর তাকে শেষবারের মতো দেখতে শনিবার রাতেই হাসপাতালে ছুটে যান জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। সেখানে সংবাদকর্মীদের মুখোমুখি হন তিনি। কনকচাঁপা আবেগপ্রবণ হয়ে পড়েন ফরিদা পারভীনকে নিয়ে কথা বলতে গিয়ে। একইসঙ্গে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে ভেতরে চাপা আক্ষেপেরও বহিঃপ্রকাশ ঘটান বহু জনপ্রিয় গানের এই শিল্পী। শিল্পীদের নিয়ে ফেসবুকে নেটিজেনদের কিছু অংশের বিরূপ মন্তব্য তাকে আহত করে বলে জানান। তার মতে, “ফেসবুক যেন মাওলানা দিয়ে ভর্তি!” কনকচাঁপা বলেন, মিডিয়ার ভাইয়েরা, দয়া করে আমার কথাগুলো কাটবেন না। কথাগুলো সবাইকে প্রচার করার জন্য অনুরোধ করছি। সাধারণ জনগণ নিজেদের সময় আনন্দময় করতে, সুললিত করতে সারাক্ষণ গান শোনেন, সিনেমা-নাটকে শিল্পীদের অভিনয় দেখেন। কিন্তু একজন শিল্পী যখন চলে যায় তখন তারা পাপ-পুণ্য, বেহেশত-দোজখ এগুলো নিয়ে এতো কথা বলেন- সেই কমেন্টগুলো দেখলে আসলে...