১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী আব্দুল কাদের মাত্র ৫০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করেও ৬২ হাজার ৮১৬ টাকার বিল পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী জানান, জানুয়ারি থেকে জুন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ছিল খুবই অনিয়মিত এবং বিল প্রদান করেছি হঠাৎ অস্বাভাবিক এ বিল পাওয়ার পর তিনি বিষয়টি পরানগঞ্জ জোনাল অফিসে জানান। একাধিকবার অডিট করলেও কর্তৃপক্ষ কোনও সমাধান দিতে পারেনি। বরং বিল পরিশোধে তার ওপর চাপ সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর পক্ষ থেকে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা জানান, একজন সাধারণ ব্যবসায়ীর পক্ষে এ ধরনের অস্বাভাবিক বিল...