প্রেমিকাকে বাদ দিয়ে অন্য নারীকে বিয়ে করতে চাওয়ায় প্রেমিকার চাপ প্রয়োগের কারণে খুন হন রোকসানা নামে এক নারী। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে কদমতলী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন– এলাহিন ওরফে এলাহি ওরফে ইব্রাহিম (৪২), সুমি আক্তার (৩২) ও সাইফুল (২৪)। শনিবার রাত ৯টার দিকে কদমতলী থানার জুরাইন বৌবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব। কদমতলী থানা সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯-এর মাধ্যমে কদমতলী থানার ডিউটি অফিসার জানতে পারেন, লাল মিয়া সড়কের হাজী মিছির আলীর বাড়ির সামনে পাকা রাস্তার পাশে একটি সন্দেহজনক বস্তা পড়ে আছে। সংবাদ পেয়ে কদমতলী থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের উপস্থিতিতে...