১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা তৌফিক হোসেন রাজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি নিজেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে পরিচয় দেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় রুজুকৃত মামলার এজাহার নামীয় আসামি। তিনি গ্রেফতার এড়াতে নিজেকে সাংবাদিক পরিচয় ব্যবহার করে আসছিলেন। উল্লেখ্য ১৩ সেপ্টেম্বর মৌলভীবাজার সার্টিক হাউসে বাংলাদেশ প্রেস কাউন্সিল এর উদ্যোগে সাংবাদিকবৃন্দের নিয়ে ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই প্রশিক্ষণে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা তৌফিক হোসেন রাজন অংশ নেয়। কর্মশালা শেষে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেয়া হয় তার হাতে। অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল...