রাজশাহীর দুর্গাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ ন ম রাকিবুল ইউসুফের বিরুদ্ধে ‘পার্সেন্টেজ’ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসক থাকাকালে তিনি সদস্য ও নারী সদস্যদের কাছ থেকে প্রকল্পের বরাদ্দ থেকে পার্সেন্টেজ নিতেন বলে স্থানীয় সরকার উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ হয়েছে। আ ন ম রাকিবুল ইউসুফ গেল মার্চের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত চার মাস এই ইউপির প্রশাসক ছিলেন। বর্তমানে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ও প্যানেল চেয়ারম্যান-৩ রুপালী খাতুন। রোববার (১৪ সেপ্টেম্বর) ডাকযোগে তিনি সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি লিখিত অভিযোগ পাঠিয়েছেন। তিনি নিজেই রাকিবুল ইউসুফকে ২ লাখ ৬৫ হাজার টাকা দিতে বাধ্য হয়েছেন বলে এতে উল্লেখ করেছেন। অভিযোগের অনুলিপি স্থানীয় সরকার...