প্রয়াত লোকসংগীতের মহাতারকা ফরিদা পারভীনের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তার মরদেহ নেওয়া হয় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ফুলেল শ্রদ্ধায় ভক্ত, অনুরাগী ও শিল্পীসমাজ তাকে বিদায় জানান। তবে দেশে না থাকায় সরাসরি উপস্থিত হতে পারেননি উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। দীর্ঘদিনের সহকর্মী ও প্রিয়জনকে শেষবারের মতো দেখার জন্য তিনি ভিডিওকলে যুক্ত হন। সেই মুহূর্তেই চোখ ভিজে ওঠে তার, জানান শ্রদ্ধা আর সমবেদনা। ফরিদা পারভীনের পরিবারের প্রতিও তিনি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।আরো পড়ুন:ফরিদা পারভীনের কণ্ঠে ছিল বাংলার মাটি ও সংস্কৃতির স্পন্দন: শাকিবফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ, ভোগান্তি চরমে ফরিদা পারভীনের কণ্ঠে ছিল বাংলার মাটি ও সংস্কৃতির স্পন্দন: শাকিব শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন...