ছাত্র সংসদ গঠন, কক্ষায়তন বৃদ্ধি, ইম্প্রুভমেন্ট সিস্টেম, পরীক্ষার খাতা কিউআর কোড ব্যবস্থা চালুসহ নয় দফা দাবিতে স্মারকলিপি প্রদানের এক সপ্তাহ অতিবাহিত হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ না দেখায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা রবিবার অবস্থান কর্মসূচি পালন করছে। রোববার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ওমর ফারুক বলেন, “উপাচার্য স্যার আমাকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার জন্য পাঠিয়েছেন। আমি শিক্ষার্থীদের সঙ্গে...