ঢাকা: সৌদি আরবে অবৈধ বসবাস, সীমান্ত অতিক্রম এবং শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে পরিচালিত সপ্তাহব্যাপী অভিযানে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।৪ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চালানো এই যৌথ অভিযানে মোট ২১ হাজার ৩৩৯ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এদের মধ্যে ১২ হাজার ৯৫৫ জন আবাসন আইন, ৪ হাজার ১৯৮ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ১৮৬ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর গালফ নিউজ।গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ৬৮৭ জনকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ২৫ হাজার ১৩৩ জন দূতাবাসের মাধ্যমে ভ্রমণ নথি সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছেন এবং ২ হাজার ৩৪৯ জন ভ্রমণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন।কর্তৃপক্ষ জানায়, ১ হাজার ৩১৪ জন আটক হন সীমান্ত অতিক্রমের...