চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনে কেন্দ্রীয় সংসদ থেকে ৭ জন এবং হল সংসদ থেকে ১ জন, অর্থাৎ মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সর্বপ্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাইফুল আলম ফরাজী, যিনি কেন্দ্রীয় সংসদে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে লড়বেন।রবিবার সকাল সাড়ে ৯টা থেকে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। দুপুর ১টা পর্যন্ত এই তথ্য জানা যায়।চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, চাকসুর ২৬টি পদে এবং হলের ১৫টি পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।গত ২৮ আগস্ট ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর।...