ভারত-পাকিস্তান ম্যাচের রোমাঞ্চটা এই দুটি দেশের বাইরেও ছড়িয়ে গেছে পুরো বিশ্বের ক্রিকেটপ্রেমী মানুষের মাঝে। উত্তাপ ছড়ানো এই লড়াইটা উপভোগ করতে দর্শকরা মুখিয়ে থাকেন। এশিয়া কাপের মঞ্চে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। রাজনৈতিক বৈরিতা আর পেহেলগাম ইস্যুর পর শত অনিশ্চয়তা কাটিয়ে ম্যাচটি আজ মাঠে গড়াতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ ২০২৫। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রোমাঞ্চকর লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। চরম উত্তেজনার এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়। খেলাটি দেখতে বাংলাদেশের বেশিরভাগ দর্শককেই চোখ রাখতে হবে টিভিতে বা অনলাইন প্ল্যাটফর্মে। এশিয়া কপে ভারত-পাকিস্তান ম্যাচটি টিভিতে সরাসরি দেখাবে টি-স্পোর্টস। এছাড়া, সনি লিভে দেখা যাবে ম্যাচ। অনলাইনে দর্শকরা খেলা দেখতে পারবেন ট্যাপম্যাড অ্যাপে ও টফিতে। টি-টোয়েন্টিতে ভারত-পাকিস্তানের মুখোমুখি লড়াইয়ে ভারত বেশ...