গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে বেদখল হওয়া সরকারি খাসজমি উদ্ধার করে খেলার মাঠ হিসেবে ঘোষণার মাত্র দুই মাসের মাথায় সেটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সুরক্ষা প্রাচীর না থাকায় স্থানীয় কিছু অসাধু ব্যক্তি প্রতিনিয়ত সেখানে আবর্জনা ফেলে মাঠটির পরিবেশ নষ্ট করছে। ফলে শিশু-কিশোরদের খেলাধুলার একমাত্র জায়গাটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এবং পুনরায় বেদখল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।জানা যায়, গত ১৭ জুন তৎকালীন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ শীতলক্ষ্যা নদীর তীরবর্তী এই মূল্যবান খাসজমিটি দখলমুক্ত করে সেটিকে পৌর খেলার মাঠ হিসেবে উদ্বোধন করেন। এই উদ্যোগে স্থানীয় শিশু-কিশোর ও ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছিল। কিন্তু তাদের সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি।সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠের বিভিন্ন স্থানে গৃহস্থালি ও দোকানের বর্জ্য, পলিথিন এবং নানা ধরনের আবর্জনার স্তূপ জমে আছে। দুর্গন্ধে...