‘মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য’—এই অঙ্গীকারকে সামনে রেখে কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় অনিবার্য”—এই অঙ্গীকারকে সামনে রেখে কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে সিরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান বক্তারা রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ন্যায়ভিত্তিক ইসলামি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। শহর শাখার আমীর মাওলানা আ. ম. ম. আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা ফখরুদ্দিন আহমদ। বিশেষ আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সাংগঠনিক...