সরকার ও বিচারকদের ‘অন্ধকারে’ না রাখতে আইনজীবীদের প্রতি অনুরোধ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “আমরা আশা করি, এক্সপেক্ট করি, লইয়ার একটা ফ্যাক্ট ফিগার প্রকাশ করবে অথবা ডিফেন্ড করবে। কিন্তু একেবারে (যদি) জজ সাহেবকে আড়ালে রাখেন বা অন্ধকারে রাখেন তাহলে তো ডিফিকাল্ট। “আপনারা লইয়ার, সরকারকে একটু অন্ধকারে রাইখেন না। আপনারা একটু সহায়তা করেন।” রোববার রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনে ‘কর প্রতিনিধি ব্যবস্থাপনা সিস্টেম (টিআরএমএস)’ সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে কর প্রতিনিধি হিসেবে উপস্থিত আইনজীবীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ট্যাক্স লইয়ারস অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজ উদ্দিন আহমেদ, ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন, ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট মো. রোকনুজ্জামান এবং...