ভারতের জনপ্রিয় টিভি শো ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে অংশ নিয়ে শামি এ কথা জানান। শামি বলেন, ‘(আত্মহত্যারা) ভাবনা এসেছিল, কিন্তু কাজ হয়নি, এটাই সৌভাগ্য। নইলে হয়তো বিশ্বকাপটাই মিস করতাম। মনে হয়েছিল এটাই জীবনের শেষ সময়। কিন্তু তারপর ভাবলাম, যে খেলা আমাকে এত নাম দিয়েছে, যে কারণে মিডিয়া আমাকে নিয়ে পড়ে থাকে, সবকিছু ছেড়ে কেন ঝাঁপ দেব? সেই ভালোবাসা আর আবেগ মনে পড়ে গেল। তাই সিদ্ধান্ত নিলাম, এগুলো ভুলে আবার খেলায় মন দিই। ’ চলতি বছরের জুলাইয়ে কলকাতা হাইকোর্ট শামিকে তার স্ত্রী হাসিন জাহান ও মেয়েকে মাসিক ৪ লাখ টাকা ভরণপোষণ দিতে নির্দেশ দিয়েছে। এর মধ্যে হাসিন জাহানকে দিতে হবে ১.৫ লাখ এবং মেয়ের জন্য ২.৫ লাখ টাকা। ২০১৪ সালে শামি ও হাসিনের বিয়ে হয় এবং ২০১৫ সালে তাদের কন্যাসন্তান জন্ম...