রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) কাপ্তাই হ্রদের মাছ স্থানীয়রা খেতে পারে এমন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক বলেন, “আমার জেলার মানুষ কাপ্তাই হ্রদের মাছ পাচ্ছে না, আমি নিজেও এই হ্রদের মাছ খেতে পারছি না। বাজারে দেখা যায় দুর্গন্ধযুক্ত পুকুরের মাছ বিক্রি হচ্ছে। আমি অনুরোধ জানাচ্ছি মৎস্য সংশ্লিষ্ট সকলেই এ বিষয়ে সচেতন হবেন।” তিনি বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জেলা পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “কাপ্তাই হ্রদে প্রচুর মাছ রয়েছে। এত মাছ কোথায় যাচ্ছে, তা খতিয়ে দেখুন। আলোচনায় বসুন, জেলা প্রশাসন...