সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুনের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে রোববার সকাল ১১টায় উপজেলা সদরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন স্লোগান-উপস্থাপনায় মুখর হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা ‘ইউএনও’র বদলি, মানি না মানবো না’, ‘আর কোনো দাবি নাই, রনী খাতুনকে ফেরত চাই’, ‘শ্যামনগরের মানুষের দাবি মানতে হবে’, ‘তুমি কে আমি কে, রনী খাতুন রনী খাতুন’ স্লোগান দেন। মানববন্ধনে বক্তারা বলেন, মাত্র ১০ মাসে ইউএনও মোছা. রনী খাতুন শ্যামনগরের মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি সার্বক্ষণিক শ্যামনগরের সাধারণ জনগণের কল্যাণে কাজ করে আসছেন।কর্মদক্ষতা ও সততার মাধ্যমে তিনি মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তাই বক্তারা শ্যামনগরের উন্নয়নে তাঁর...