নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ধনু নদে স্পিডবোট ও নৌকার সংঘর্ষে স্পিডবোট উল্টে নিখোঁজ চার শিশুর মধ্যে রোববার আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ চার শিশুর সকল মরদেহ উদ্ধার করা হলো। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল থেকেই ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ এবং স্থানীয় জনগণের সহায়তায় দুর্ঘটনা স্থলের আশপাশে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচহাটের দক্ষিণে বালু চর এলাকা থেকে একে একে নিখোঁজ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশুরা হলো— আন্দাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা আক্তার (৭), নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮) এবং সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)। এর আগে শনিবার দুপুরে উষা মনি (৪) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা...