ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফলে শঙ্কিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রায়কে 'জাতীয়তাবাদী শক্তিকে নির্মূলের নীল নকশা' বলে আখ্যায়িত করেন বিএনপির এই নেতা। ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফলে শঙ্কিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রায়কে 'জাতীয়তাবাদী শক্তিকে নির্মূলের নীল নকশা' বলে আখ্যায়িত করেন বিএনপির এই নেতা। এছাড়া তিনি জামায়াতকে ইঙ্গিত করে বলেন, ধর্মীয় রাজনীতির বিকাশ ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও 'দোয়া মাহফিলে' তিনি এসব মন্তব্য করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়। এ সময় রিজভী বলেন, ‘ফ্যাসিবাদের চূড়ান্ত...