রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি মুহাম্মদ ইউনূস। রোববার দুপুর ৩টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা বিকেল ৪টা পর্যন্ত বৈঠকে ছিলেন। তিনি চলে যাওয়ার পরও রাজনৈতিক নেতাদের সঙ্গে কমিশনের আলোচনা অব্যাহত থাকবে। আলোচনা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে কমিশনের সহসভাপতি আলী রীয়াজ সাংবাদিকদের বৈঠকের বিষয়ে ব্রিফিং করবেন। পরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরাও গণমাধ্যমকে ব্রিফ করবেন। রাষ্ট্র সংস্কার উদ্যোগ এগিয়ে নিতে জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছয়টি কমিশনের প্রতিবেদনের ছাপানো কপি সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এরপর ৫ মার্চ পুলিশ সংস্কার কমিশন বাদে পাঁচটি কমিশনের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ স্প্রেডশিট...