রংপুরে মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রাণি থেকে মানুষের দেহে রোগ ছড়ানো মারাত্মক হতে পারে। তাই প্রাণির রোগ নিয়ন্ত্রণ করা মন্ত্রণালয়ের দায়িত্ব। বিশেষ কোনো রোগ শনাক্ত হলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকল প্রাণিকে ভ্যাকসিনের আওতায় আনার জন্য সরকার ভ্যাকসিন উৎপাদনের কার্যক্রম শুরু করবে। রোববার দুপুরে রংপুর আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। উপদেষ্টা বলেন, নিরাপদ মাংস, দুধ ও ডিম নিশ্চিত করতে হলে প্রাণিকে নিরাপদ ও রোগমুক্ত রাখতে হবে। যেহেতু ভ্যাকসিন আমদানী হয়, তাই খামারীরা ব্যয়সাপেক্ষ কারণে সঠিকভাবে ভ্যাকসিন দিতে পারছেন না। তাই সরকার সকল প্রাণিকে ভ্যাকসিনের আওতায় আনার চেষ্টা করছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার “ওয়ান হেলথ কনসেপ্ট” অনুসরণ করে মানুষ ও প্রাণির...