এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে জয়ে শুরু করে সুপার ফোরে খেলার পথে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে ধাক্কা খেয়েছে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন। সুপার ফোরে খেলতে লাল-সবুজদের মেলাতে হবে কঠিন সমীকরণ। নিজেদের এক অপরিহার্য জয়ের সাথে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের দিকেও। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে আগে ব্যাটে নেমেছিল বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলতে পারে। জবাবে ৩২ বল ও ৬ উইকেট হাতে রেখে জয়ে নোঙর করে শ্রীলঙ্কা। ২ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে আছে বাংলাদেশ। গ্রুপ থেকে টেবিলের শীর্ষ দুদল যাবে সুপার ফোরে। এক নম্বরে থাকা আফগানিস্তান এবং দুইয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্টও ২, তবে নেট...