প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কার কাছে হারের পর এশিয়া কাপের সুপার ফোরে ওঠার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে বাংলাদেশের। এখন অনেক যদি-কিন্তু মিলিয়ে তবেই দ্বিতীয়পর্বে যেতে হবে টাইগারদের। এখনকার হিসাবে, বাংলাদেশ যদি শেষ ম্যাচে আফগানিস্তানকে হারায় এবং শ্রীলঙ্কাও আফগানিস্তানকে হারায়, পাশাপাশি লঙ্কানরা হংকংয়ের বিপক্ষে জেতে, তাহলে লিটন দাসের দলের সুযোগ থাকবে। অন্যভাবেও সুযোগ আসতে পারে, তবে সেক্ষেত্রে রানরেটের তাল মেলাতে হবে; যেখানে আফগানিস্তান-শ্রীলঙ্কা অনেকটাই এগিয়ে। তাই বাংলাদেশের জন্য সুপার ফোরে ওঠা বেশ কঠিন। তবে আশা ছাড়ছেন না দলের হার্ডহিটিং ব্যাটার জাকের আলী। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাকের বলেন, ‘আশা ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই। আমরা জেতার জন্য খেলব। এই ম্যাচেও আমরা জেতার মানসিকতা নিয়েই...