মোস্তফা সরয়ার ফারুকী ২০০৭ সালে নির্মাণ করেন ‘৪২০’ ধারাবাহিক নাটক। চ্যানেল আইয়ে প্রচারের পর ব্যাপক জনপ্রিয়তা পায় নাটকটি। সেই ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’ বানিয়েছেন ফারুকী। এটি সিনেমা হিসেবে মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। মোটামোটি ভালোই সাড়া ফেলেছে রাজনৈতিক প্রেক্ষাপটের সিনেমাটি। এটি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। ‘৮৪০’ ছবির একটি পোস্টার শেয়ার করে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন জানিয়েছে, ‘আসছে ১৫ সেপ্টেম্বর আইস্ক্রিনে দেখা যাবে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত আইস্ক্রিন প্রেজেন্স রহস্যেঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’!’ এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এ ছাড়া অভিনয় করেছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান, রাজশাহী ও নওগাঁর বেশ কিছু স্থানীয় অভিনয়শিল্পী। সিনেমাটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা, সঙ্গে আছে ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল...