রাজধানীর কদমতলীতে বস্তাবন্দি মরদেহের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম রোকসানা। বিয়ের জন্য প্রেমিককে চাপ দেওয়ায় তাকে খুন করা হয়। হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কদমতলী থানা-পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। গ্রেফতার তিনজন হলেন এলাহিন ওরফে এলাহি ইব্রাহিম (৪২), তার স্ত্রী সুমি আক্তার (৩২) ও শ্যালক মো. সাইফুল ইসলাম (২৪)। তাদের মধ্যে সাইফুলের সঙ্গে রোকসানার সম্পর্ক ছিল। তিনজনকে শনিবার (১৩ সেপ্টেম্বর ) রাত ৯টার দিকে কদমতলী থানার জুরাইন বৌবাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। ডিসি তালেবুর জানান, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরের মাধ্যমে কদমতলী থানা জানতে পারে, লাল মিয়া সড়কের হাজি মিছির আলীর বাড়ির সামনে...