গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, সংগঠনের সভাপতি নুরুল হক নুরের উন্নত চিকিৎসা নিয়ে সরকারের গড়িমসি স্পষ্ট হয়ে উঠেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নুরের উন্নত চিকিৎসা না হয়, কিংবা তার কোনো ক্ষতি হয়, সেই দায় সরকার প্রধানকেই নিতে হবে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গণঅধিকার পরিষদের এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রাশেদ জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর হামলার শিকার হয়ে টানা ১৭ দিন ধরে হাসপাতালে শয্যাশায়ী। নুর বারবার হাসপাতালে থাকার কারণে মানসিকভাবে অস্থির হয়ে উঠেছেন। তিনি শনিবার হাসপাতাল থেকে রিলিজ নিতে চাইলেও ডাক্তাররা জানিয়েছেন এখনো তার অবস্থা ছাড়ার মতো নয়। নুরুল হক নুরের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে রাশেদ খান বলেন, নুরের নাকের হাড়ভাঙা, চোয়াল ভাঙা, দাঁতের মাড়িতে আঘাত রয়েছে। ফলে...