শনিবার এমএলএসে শার্লট এফসির বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে খবরের শিরোনাম হলেন লিওনেল মেসি। তবে সেটা গোল করে নয়, বরং পেনাল্টি মিস করেই। পানেনকা স্টাইলে নেওয়া শটটি রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। এ নিয়ে আর্জেন্টাইন সুপারস্টারের ক্যারিয়ারে মিস করা পেনাল্টির সংখ্যা দাঁড়াল ৩২-এ। আর সেখান থেকেই নতুন করে তুলনা শুরু হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে। গত প্রায় দুই দশক ধরে মেসি-রোনালদো ফুটবল দুনিয়ার রাজত্ব করছেন। ক্লাব হোক বা জাতীয় দল—প্রতিটি বড় মুহূর্তে তাদের হাতেই দায়িত্ব এসেছে পেনাল্টি নেওয়ার। গোল করার সহজতম সুযোগ হয়েও পেনাল্টি সবসময় প্রচণ্ড চাপের বিষয়, আর তাই এখানে হিসাব-নিকাশও আলাদা গুরুত্ব পায়। রোনালদো প্রথম দিকেই ম্যানচেস্টার ইউনাইটেডে ওয়েন রুনির সঙ্গে ভাগাভাগি করে পেনাল্টি নিতেন। তবে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই তিনি হয়ে যান দলের প্রধান পেনাল্টি টেকার।...