সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। উপাচার্য জানান, সেমিস্টার ফাইনাল পরীক্ষা ১৫ অক্টোবরের দিকে শেষ হবে। এরপর দুই-তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে এবং পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করা হবে। শিক্ষার্থী ও ছাত্রনেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘সংঘাতে জড়ালে বা ক্লাস ব্যাহত হলে ক্ষতি হবে। আশা করি, শিক্ষার্থীরা উৎসবের...