হোর্হে লুইস বোর্হেসের এই শেষ সাক্ষাৎকারটি নেয়া হয়েছিল তাঁর মৃত্যুর এক বছর আগে। সাক্ষাতকারটি প্রথমে প্রচারিত হয়েছিল আর্হেন্তিনার লা ইসলা রেডিও এফ এম কর্তৃক ১৯৮৫ সালে। সাক্ষাতকারটি নিয়েছিলেন গ্লোরিয়া লোপেজ লেকিউব। সাক্ষাতকারটি স্প্যানিস থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন কিট মাওদে, আর ইংরেজি থেকে বাংলায় তর্জমা করেছেন অনুবাদক হোসেন মোফাজ্জল। বি.স. আমার রাশি (যার উপরে আমার আবার বিশ্বাস নেই) অনেক আনন্দের মধ্যে যা আমাকে মঞ্জুর করেছিল তা হচ্ছে সাহিত্যিক এবং আধিবিদ্যক সংলাপ। যদিও এই দুটো অ্যাখ্যাতেই কিছুটা হলেও মিথ্যার ঝুঁকি থেকে যায়, আমি পরিষ্কার করতে চাই যে সংলাপ আমার কাছে কোন ধরনের বির্তক না, মনোলগ বা কর্তৃত্বপূর্ণ গোঁড়ামি না, বরং অনুসন্ধানে অংশ নেয়া। আমি সংলাপের ব্যাপারটা উল্লেখ করতে পারি না আমার বাবা, এবং রাফায়েল কানসিনোস-আসসেন্স, এবং মাসেদোনিও ফের্নান্দেসের কথা বাদ দিয়ে, এরকম...