১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম বাংলাদেশ সফরে আসা মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি আজ ঢাকায় টানা কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ততম দিন কাটিয়েছেন ঢাকা সেনানিবাসে। রোববার (১৪ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, দিনের শুরুতে তিনি ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি ঢাকা সেনানিবাসে নৌবাহিনী সদর দপ্তরে যান। সেখানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান তাঁকে স্বাগত জানান এবং গার্ড অব অনার প্রদান করা হয়। মেজর জেনারেল হিলমি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধানের সাথে তিনি পারস্পরিক কুশলাদি বিনিময় করেন এবং দুই দেশের মধ্যকার...