ফরিদা পারভীন শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৩ বছর। ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। কিডনি বিকল হওয়ায় সপ্তাহে দুই দিন তাকে ডায়ালাইসিস করাতে হতো। গত ২ সেপ্টেম্বর তাকে ডায়ালাইসিসের জন্য রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তখন তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে চিরবিদায় নেন এই...