বয়স্ক বন্দীদের মুক্তির বিষয়টি বিবেচনায় রেখে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তাভাবনা করছে সরকার, এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। পরে মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী বর্তমানে বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর। বয়স বিবেচনায় নারীদের ক্ষেত্রে তা হতে পারে ২০ বছর, আর পুরুষদের ক্ষেত্রে মেয়াদ কিছুটা বেশি হতে পারে। তবে এই বিধান আসামির সাজার সময়কার বয়সের ওপর নির্ভর করবে। এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি, শর্তও যুক্ত থাকবে। এসময় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নের সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে মহাসড়ক অবরোধের সমালোচনা করে জাহাঙ্গীর আলম...