সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন আগামী নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। শনিবার রাতে রাজশাহীর একটি হোটেলের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ব্যারিস্টার মিলন নির্বাচনে অংশগ্রহণের আশা ব্যক্ত করেন। ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার মহিষালবাড়িতে। পড়াশোনা করেছেন দেশে ও বিদেশে। তিনি প্রয়াত বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের নিকটাত্মীয় বলে জানা গেছে। ব্যারিস্টার মিলন জানান, তিনি দীর্ঘদিন ধরে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি নিজ এলাকা গোদাগাড়ী ও তানোরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। রাজশাহীর গোদাগাড়ী ও তানোরের সর্বস্তরের মানুষসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে ও তাদের সহায়তায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। দেশ ও এলাকার মানুষের উন্নয়নে বৃহত্তর পরিসরে অবদান...