নেত্রকোনার খালিয়াজুরীর ধনু নদীতে স্পিডবোট ডুবে চারজন নিখোঁজের প্রায় ৪০ ঘণ্টা পর ভেসে উঠেছে দুই শিশুসহ এক তরুণীর মরদেহ। আজ রবিবার দুপুরে উপজেলার গাজিপুর ইউনিয়নের পাচহাট গ্রামের ধনু নদীর পাড়ে আশ্রয়ণ প্রকল্পের কাছে শিশু লায়লা ও শিরিন আক্তারের মরদেহ ভেসে উঠলে খোঁজে থাকা স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে। এদিন দুপুর দুইটায় পাঁচহাট গ্রামের সামেন ভেসে ওঠে মাসুম মিয়ার মেয়ে সামিয়ার (১১) মরদেহ ভেসে উঠলে ডুবুরি ও স্থানীয়রা দেখে উদ্ধার করে। এর আগে শনিবার দুপুরে উষামনি (৭) নামের এক শিশুর মরদেহ ভেসে উঠলে উদ্ধার করা হয়। শনিবার সকাল থেকে ময়মনসিংহের ফায়ার সার্ভিসের ডুবুরি দল নেত্রকোনা ইউনিটের সহায়তায় উদ্ধার তৎপরতা চালালেও ডুবে যাওয়া স্পিডবোটটির সন্ধানও এখনো পায়নি। তবে একটি চেয়ার তারা উদ্ধার করেছে। এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্পিডবোটটি ডুবে নিখোঁজের...