বয়স্ক বন্দিদের স্বাস্থ্য ও অবস্থার কথা বিবেচনা করে সরকার যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর বিষয়ে ভাবনাচিন্তা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা জানান, “কারাগারে অনেক সমস্যা আছে, সংস্কারের প্রয়োজন আছে। বাজেটের ক্ষেত্রেও সমস্যা রয়েছে। যারা বন্দি আছেন, তাদের মধ্যে অনেকের বয়স অনেক বেড়ে গেছে এবং বিভিন্ন রোগে আক্রান্ত। তাদের ওষুধের খরচও বেশি।” তিনি আরও বলেন, “১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী বাংলাদেশে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ বর্তমানে ৩০ বছর। বয়স বিবেচনায় নারীদের ক্ষেত্রে এটি হতে পারে ২০ বছর। আমরা এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আলোচনার ভিত্তিতে নারীদের জন্য সম্ভবত ২০ বছর, পুরুষদের জন্য আরও কিছুটা বেশি হতে পারে। তবে বয়স...