১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম ঝিনাইদহের মহেশপুরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। শনিবার গভীর রাতে উপজেলার সরিষাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সরিষাঘাটার মোশারফ হোসেনের মালিকানাধীন ১২ বিঘার একটি পুকুরে দেশি ও বিদেশি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা ছিল। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা পুকুরে গ্যাস ট্যাবলেট জাতীয় বিষ প্রয়োগ করে। এতে মুহূর্তের মধ্যে মাছ ভেসে ওঠে। মোশারফ হোসেন অভিযোগ করেন, শুধু বিষ প্রয়োগ করেই ক্ষতি সাধন করা হয়নি, তার পুকুরে দেওয়া জাল কেটে মাছ অন্য পুকুরে সরিয়ে নেওয়া হয়েছে। এতে তার অন্তত ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কারা জড়িত থাকতে পারে তা নিয়ে...