১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ পিএম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও মরদেহ কবর থেকে উত্তোলন করে আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় পেট্রোল ছিটানো ব্যক্তি নজরুল ইসলাম নজির (৩৩) কে গ্রেপ্তার করেছে। তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাসের মাতুব্বরপাড়ার আকবর শেখের ছেলে। রবিবার ভোরে ফরিদপুর জেলার নগরকান্দা থেকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। বিকেলে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ পর্যন্ত পুলিশ দু’টি মামলায় ২৪ জনকে গ্রেপ্তার করেছে। ৭জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত সোমবার রাতে নুরাল পাগলের ভক্ত নিহত রাসেল মোল্লাকে হত্যা, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, ক্ষতিসাধন, চুরি, জখমের অভিযোগে নিহতের বাবা আজাদ...