১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কে এলজিইডির নিম্নমানের কাজ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সদ্য কার্পেটিং করা সড়কগুলোতে কার্পেটিং হাত দিয়ে তোলা যাচ্ছে। ভারী যানবাহন চললে রাস্তার কি অবস্থা হবে প্রশ্ন উঠেছে সুধীমহলে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোয়ালদার ইউনিয়নের লোহাচড়া ও সরঞ্জাগাড়ি গ্রামের নির্মাণাধীন সড়কে গিয়ে দেখা যায়, কার্পেটিংয়ের জায়গায় জায়গায় ফাটল ধরে উঠে যাচ্ছে। স্থানীয়রা বলছেন, এমন কাজের কারণে সড়কগুলো শীতকাল আসার আগেই চলাচল অযোগ্য হয়ে পড়তে পারে। এই রাস্তায় ভারী যানবাহন চলবে না। সরঞ্জাগাড়ি গ্রামের বাসিন্দা ফরিদুল ইসলাম অভিযোগ করে বলেন, রাস্তাগুলির কার্পেটিং নিম্নমানের করা হয়েছে । সরকারি বিধি মোতাবেক কাজ করা হয়নি। সংস্কারের ২/৩ দিনের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে। জনগণের কষ্টের টাকার...