বরিশাল বিএম কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। রোববার সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয়। মিছিলে ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, ছাত্র অধিকারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তবে ছাত্রদল এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেনি। সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “বিএম কলেজ এক সময় রাজনীতিবীদ তৈরীর আতুর ঘর হিসেবে পরিচিত ছিল। এ কলেজ থেকে অসংখ্য ছাত্র নেতা দেশের রাজনীতিতে অবদান রেখেছেন। কিন্তু দীর্ঘ দুই যুগেরও বেশি সময় অতিবাহিত হলেও কলেজ প্রশাসন এখনও ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করতে পারেনি। যার ফলে নেতৃত্ব তৈরির সুযোগও হয়নি। এছাড়া নির্বাচনের অভাবে...