এশিয়া কাপ ২০২৫–এ ভারত-পাকিস্তান ম্যাচের আগে পাকিস্তানের সাবেক ক্রিকেট মহাতারকারা নিজেদের দল নিয়েই কড়া সমালোচনা করেছেন। শহীদ আফ্রিদি, রমিজ রাজা, শোয়েব মালিক ও শোয়েব আখতারের মতো কিংবদন্তিরা পাকিস্তানের জয়ের সম্ভাবনা একেবারেই নাকচ করে দিয়েছেন। একসময় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ছিল সমান সমান লড়াই। তবে সময়ের সঙ্গে দুই দলের মধ্যে ব্যবধান অনেক বেড়েছে। যেখানে ভারতের জাতীয় দলে জায়গা পেতে খেলোয়াড়দের ভীষণ প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, সেখানে পাকিস্তানের নির্বাচকেরা মানসম্মত একাদশ গড়তে হিমশিম খাচ্ছেন। শহীদ আফ্রিদি এক ইউটিউব শো–তে বলেন, ‘আপনি দেখবেন ভারতের নতুন খেলোয়াড়দেরও দারুণ আত্মবিশ্বাস। তারা ইতিমধ্যেই বড় দর্শকের সামনে বহু ম্যাচ খেলেছে, তারকা ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছে। তাদের কোনো চাপ নেই, ভয় নেই। আত্মবিশ্বাসে ভরপুর। ভারতের ‘বি’ দলও এশিয়া কাপ জিততে পারে!’ রমিজ রাজা বলেন, ‘ভারতকে হারাতে হলে পাকিস্তানের একেবারে...