জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এবং কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ কার্যক্রমের আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ। এতে সহযোগিতা করে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। ক্যাম্পে প্রায় ৩০০ জন সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। এ সময় ডায়াবেটিস সম্পর্কিত র্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) টেস্ট, রক্তচাপ পরীক্ষা ও চিকিৎসকদের পরামর্শসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। পাশাপাশি মাত্র ৫০ টাকায় কর্পোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড এবং ১ হাজার ২০০ টাকার প্যাকেজে সিবিসি, ক্রিয়েটিনিন, আরবিএস, লিপিড প্রোফাইল, এইচবিএসএজি, এসজিপিটি, ইউরিন আরই, টিএসএইচ ও ইসিজি—মোট ৯টি স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি...