এশিয়া কাপে আজ দুবাইয়ে মহারণ, হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ঐতিহাসিক এই লড়াই শুধু দল বনাম দল নয়, লড়াইয়ের ভেতরে অন্য আরও কিছু ব্যক্তিগত দ্বৈরথের জন্ম দিচ্ছে। ভারত-পাকিস্তান এই মহারণের মধ্যে চারটি বিশেষ লড়াই নজর কাড়বে সবার— ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে আহমেদাবাদে লক্ষাধিক দর্শকের সামনে শুভমান গিলকে শাহিন শাহ আফ্রিদি আউট করার পর পুরো স্টেডিয়াম নীরব হয়ে গিয়েছিল। সেই স্মৃতি নিয়ে আবারও মুখোমুখি হবেন শাহিন আফ্রিদি ও ভারতের ভবিষ্যৎ অধিনায়ক (ওয়ানডে ও টি-টোয়েন্টিতে) হিসেবে আখ্যায়িত গিল। আফ্রিদি পুনরায় ফর্ম ফিরে পেয়েছেন ইন-সুইং আর দ্রুতগতির ভয়ঙ্কর স্পেলে, গিল ছন্দে আছেন সব ফরম্যাটেই। ভারতের হয়ে কুলদিপ যাদব আর বরুণ চক্রবর্তীর সামনে থাকবেন পাকিস্তানের সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ। কুলদিপের বিশ্বকাপখ্যাত বল এখনো আলোচনায়, আর বরুণের প্রত্যাবর্তন গল্পের মতো। বিপরীতে পাকিস্তানি তরুণ মুকিম উদীয়মান...