লোকসংগীতের দেশবরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সংস্কৃতি অঙ্গনের মানুষরা বলছেন, লোকসংগীতের পাশাপাশি ফরিদা পারভীন লালন ও দেশাত্মবোধক গানেও সমান পারদর্শী ছিলেন। তার মতো কালজয়ী শিল্পী আর আসবে না। শোক প্রকাশ করে কিংবদন্তী রুনা লায়লা বলেন, খ্যাতিমান লালনগীতি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যু আমাদের এবং সংগীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাঁর আত্মাকে চিরশান্তি দান করুন। আমিন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা। মনির খান বলেন, আজ খাঁচা থেকে চিরতরে চলে গেলেন লালনকন্যা খ্যাত লোকসংগীতের বরেণ্যশিল্পী আমাদের ফরিদা পারভীন আপা। আপা আমাকে খুব স্নেহ করতেন। আর এই স্নেহ ভরা হাসিমুখটি দেখা হবে না। দোয়া করি আল্লাহ যেন আপনাকে জান্নাতবাসী করেন। কনক চাঁপা বলেন, লালনগীতির কিংবদন্তি শিল্পী সাধক ফরিদা পারভীন আপা চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।...