মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ উদ্যোগের উদ্বোধন করবেন। ইতোমধ্যে তিনি শনিবার মালয়েশিয়ায় পৌঁছেছেন।তার একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান জানান, বুধবারের মধ্যে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হবে। এ সংক্লান্ত বিষয়ে উপসচিব মো. শাহ্ আলম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার ও রাজবাড়ী জেলার নির্বাচন কর্মকর্তা শেখ মুহম্মদ জালাল উদ্দিন ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর মালয়েশিয়া সফর করবেন। সফরকালে তারা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ভোটার নিবন্ধন নিয়ে আলোচনা করবেন এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করবেন। এছাড়া প্রবাসী...