গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নুরের চিকিৎসা নিয়ে গড়িমসি করছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা নিজে ঘোষণা করেছিলেন যে নুরের চিকিৎসা বিদেশে নেওয়া হবে, তবে তা বাস্তবায়িত হচ্ছে না।প্রধান উপদেষ্টার ওপর কোন মহল থেকে চাপ আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, নুরের চিকিৎসার জন্য সিঙ্গাপুর, লন্ডন বা জার্মানি এর মতো উন্নত চিকিৎসা সুবিধা নেওয়ার ব্যবস্থা করা হোক। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে আয়োজিত সংবাদ সম্মেলনে রাশেদ খান জানান, নুরের চিকিৎসা সম্পূর্ণ না হওয়ায় আজও তার রিলিজ নেওয়া যায়নি। এসময় তিনি বলেন, নরুল হক নুরের উপর হামলার ফলে তার হাতে আঙ্গুল ভাঙা, চোয়াল ভাঙা এবং মাথায় আঘাত হয়েছে। তিনি এখনো শক্ত কোন খাবার খেতে পারছেন না। গণঅধিকার পরিষদের মুখপাত্র...