একসময় ছিলেন জাতীয় পার্টির (এরশাদ) কেন্দ্রীয় নেতা। সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে যোগ দেন বাংলাদেশ জাতীয় পার্টিতে (মুকিত-জাফর)। সেখান থেকে কাঁঠাল প্রতীকে নির্বাচন করেন। এ দলটিতেও থিতু হতে পারেননি তিনি। সবশেষে ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত তৃণমূল বিএনপি থেকে ২০২৪ সালের ‘ডামি’ নির্বাচনে অংশ নেন। বারবার দলবদল করা এই নেতা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম. শাব্বির আহমেদ। সম্প্রতি তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নড়াইল জেলা প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন, যা নিয়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় এনসিপি নেতাকর্মীদের মধ্যে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সম্ভাবনা না থাকায় দলটির বহিষ্কৃত ও দলছুট নেতাকর্মীদের নিয়ে গঠন করা হয় কিংস পার্টি খ্যাত তৃণমূল বিএনপি। সেসময় বিএনপির একটি অংশকে ভাগিয়ে এনে ‘ডামি নির্বাচন’...