নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম দিনেই শেয়ারবাজারে উচ্ছ্বাস ও হতাশার মিশ্র ছাপ দেখা গেছে। আজ (১৪ সেপ্টেম্বর) ডিএসইতে লেনদেন শুরু হয় আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেশি সূচকের সাথে, যা সকাল-বেলা বিনিয়োগকারীদের মধ্যে নতুন রেকর্ড স্পর্শের আশা জাগায়। তবে দুপুরের পর সূচকের ধারা বদলে যায় এবং একটানা পতনের সঙ্গে দিনশেষ হয়। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশার জন্ম দেয়। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, সকাল ও মধ্যাহ্ন পর্যন্ত সূচকের ওঠানামা স্বাভাবিক ছিল। বিনিয়োগকারীরা আশাবাদী ছিলেন, তবে দুপুর ১২টার পর সূচক ক্রমেই কমতে থাকে। দিনের শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫.৪৩ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬৮.৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস ১০.৯০ পয়েন্ট কমে ১ হাজার ১৮৫.৩৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.০৩ পয়েন্ট কমে ২ হাজার ১২৯.০৪ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে মোট ৩৯৮টি...