এশিয়া কাপে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুই পারমানবিক শক্তিধর দেশের সাম্প্রতিক দ্বন্দ্বের পর এটাই দুই দলের প্রথম মোকাবিলা। স্বাভাবিকভাবেই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। নিজেদের প্রথম ম্যাচে আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। অন্যদিকে, পাকিস্তান ৯৩ রানে হারিয়েছে ওমানকে। তাই আজকের ম্যাচের জয়ী দল সুপার ফোরের পথে এগিয়ে যাবে। ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন দল অলরাউন্ডারদের ওপর ভরসা রেখেই নামতে পারে অপরিবর্তিত একাদশে। ওপেনিংয়ে থাকবেন শুভমান গিল ও অভিষেক শর্মা। মিডল অর্ডারে সঞ্জু স্যামসনের ফেরার সম্ভাবনা রয়েছে। বোলিংয়ে জাসপ্রিত বুমরাহর সঙ্গে থাকবেন হার্দিক পান্ডিয়া ও শিভম দুবে। স্পিন আক্রমণে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তীকে রাখার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে, পাকিস্তানও প্রথম ম্যাচের দলে বড় কোনো পরিবর্তন আনতে চাইছে না। তবে ফাস্ট বোলার...