বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সাত দিনব্যাপী যৌথ অনুশীলন মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শুরু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় সাত দিনব্যাপী এ মহড়া ১৪ সেপ্টেম্বর শুরু হয়েছে। তবে মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় গতকাল শনিবার চট্টগ্রামের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ। তিনি মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ মহড়ায় মেডিভ্যাক (উদ্ধার অভিযান), বিমান রক্ষণাবেক্ষণ, প্যারাসুট ও লিটার রিগিং, রোটারি-উইং হোইস্ট অপারেশন, সামুদ্রিক ও বন্যা মোকাবিলা, কমব্যাট রাবার রেইডিং ক্রাফট, জাঙ্গল সারভাইভাল, দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনা, মানবিক সহায়তা ও...