নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয় মজলিস মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আমির মাওলানা মামুনুল হক এ কর্মসূচি ঘোষণা করেন। মামুনুল হক বলেন, “জুলাই সনদকে কাগুজে ও অকার্যকর লেখায় পরিণত করা যাবে না। যে কোনো মূল্যে এটি বাস্তবায়ন করতে হবে।” লিখিত বক্তব্যে মামুনুল হক যে পাঁচ দফা দাবি উত্থাপন করেন, তা হলো— ৫) জাতীয় সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি (PR system) বাস্তবায়ন। মামুনুল হক অভিযোগ করেন, আগে প্রকাশিত জুলাই ঘোষণাপত্রে শাপলা গণহত্যার উল্লেখ না থাকায় ঐতিহাসিক দায় বহন করতে হবে ড. ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার উভয়কেই। তিনি বলেন, “জুলাই সনদকে শুধুমাত্র আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়া যাবে না। অতীত অভিজ্ঞতা বলছে, ক্ষমতায়...