রংপুর বিভাগে দুই দিনের সফরে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সফরকালে প্রধান অতিথি হিসেবে একটি কর্মশালায় অংশ নেন তিনি। তার উপস্থিতিতেই ওই কর্মশালায় এলইডি স্ক্রিনে হঠাৎ ভেসে উঠল শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (LDDP) কো-অর্ডিনেটর। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (LDDP) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় ঘটে এ ঘটনা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবেরসহ মন্ত্রণালয় ও রংপুর বিভাগের মৎস্য ও প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। ঘটনার প্রতিক্রিয়ায় উপদেষ্টা বলেন, এত মানুষের রক্তের পর যদি এদের ছবি এখনো...